পাঠ পরিকল্পনা (৫ম শ্রেণি)-২য় অংশ


পাঠ পরিকল্পনা (৫ম শ্রেনি)
প্রিয় অভিভাবক,
”২য় সাময়িক পরীক্ষা-২০২০” সিলেবাসের আলোকে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী বিওবিপ এর বাকি অধ্যায়গুলোর প্রশ্নপত্র দেওয়া হবে।মধ্যবর্তী সময় বিরতিতে অধ্যায়সমূহ অধ্যায়নে সন্তানকে সহায়তা করবেন। আপনাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা  বাড়িতে পরীক্ষা দিবে। বিওবিপ বিষয়ের জন্য আলাদা খাতা রাখতে হবে।বাসায় শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষা করাই এর মূললক্ষ্য। সরকারী সিদ্ধান্তে বিদ্যালয় খুললে তা মূল্যায়নপূর্বক নম্বর প্রদান করা হবে। বিশেষ এ পরিস্থিতিতে আপনার সহযোগিতা ও সচেতেনতা কামনা করি।শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান হবেন।
**যে কোন প্রয়োজনে ডায়রীতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

তারিখ ও বার

পাঠ/পাঠ্যাংশ

বাড়ির কাজের লিংক পেতে এখানে চাপ/প্রেস করুন

১৫.০৭.২০
বুধবার

অধ্যায়-১২: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়১. জাতিসংঘ

১৯.০৭.২০রবিবার

অধ্যায়-১২: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়২. জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা

২২.০৭.২০বুধবার

অধ্যায়-১২: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়৩. সার্ক

২৬.০৭.২০রবিবার

অধ্যায়-০৭: মানবাধিকার১. সকলের অধিকার২. অটিস্টিক শিশুদের অধিকার

২৯.০৭.২০বুধবার

অধ্যায়-০৭: মানবাধিকার৩. শিশুদের অধিকার লঙ্ঘন৪. নারী অধিকার লঙ্ঘন

০৯.০৮.২০রবিবার

অধ্যায়-০৮: নারী পুরুষ সমতা১. নারী জাগরনের অগ্রদূত

.

১২.০৮.২০বুধবার

অধ্যায়-০৮: নারী পুরুষ সমতা২. আন্তর্জাতিক নারী দিবস৩. নারী নিরযাতন।

No comments:

Post a Comment